Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জাতীয় পরিচয়পত্র বিষয়ক সেবা

০১।  আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত অনুরূপ স্বাক্ষর হতে হবে।

০২।  জাতীয় পরিচয়পত্র হারানো ও সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক র্নিধারিত ফি ( জাতীয় পরিচয়পত্র ফি ১ম বার আবেদনের ক্ষেত্রে ২০০/=, ২য় বার আবেদনের ক্ষেত্রে ৩০০/= এবং পরর্বতী আবেদেনর ক্ষেত্রে ৪০০/=টাকা) ১-০৬০১-০০০১-১৮৪৭ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ফি এর উপর ১৫%হারে ভ্যাট  ১-১১৩৩-০০৩৫-০৩১১ কোডে ট্রেজরি চালানের মাধ্যমে জমা দিতে হবে।

০৩।  জাতীয় পরিচয়পত্রের মূল কপি জমা দিতে হবে।

০৪।  আবেদনপত্রের মূল কপি জমা দিতে হবে।

০৫।  আবেদনপত্র দাখিলকালে আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট শুনানীতে উপস্থিত থাকতে হবে।

নাম সংশোধনের ক্ষেত্রে (বাংলা ও ইংরেজি)

পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে

জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে

১। আবেদনকারীর নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে

*১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট  কর্তৃক এফিডেফিট

*পত্রিকার বিজ্ঞাপন

১। আবেদনকারীর পিতা মাতার নামের সম্পূর্ণ  পরিবর্তনের ক্ষেত্রে *১ম শ্রেণীতে ম্যাজিস্ট্রেট  কর্তৃক এফিডেফিট

*পত্রিকার বিজ্ঞাপন

১। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যন্ত হলে রেজিষ্টেশন কার্ড দাখিল করতে হবে। যদি পাশ নায় তবে স্কুলের সনদ (র্সবশেষ)

 

 

২। জন্মনিবন্ধন

৩। ওয়ারিশান সনদ

২। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যন্ত হলে রেজিষ্টেশন কার্ড দাখিল করতে হবে। যদি পাশ নায় তবে স্কুলের সনদ (র্সবশেষ)

২। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণী পর্যন্ত হলে রেজিষ্টেশন কার্ড দাখিল করতে হবে। যদি পাশ নায় তবে স্কুলের সনদ (র্সবশেষ)

৪। কাবিননামা (বিবাহিত হলে)

৩। জন্ম নিবন্ধন

 

৪। জন্ম নিবন্ধন

৫। বাবা-মা,ভাই-বোন, ছেলে মেয়ের আইডি কার্ড

৪। ট্রেড লাইসেন্স (যদি থাকে)

৫। ড্রাইভিং লাইসেন্স  (যদি থাকে)

৬। জমির দলিল (যদি থাকে)

৫। জমির দলিল (যদি থাকে)

৬। পাসপোর্ট (যদি থাকে)

৭। কাবিননামা (বিবাহিত হলে)

 

৭। ড্রাইভিং লাইসেন্স  (যদি থাকে)

৮। চাকুরী জীবি হলে :

* সার্ভিস বুকের সত্যায়িত কপি

* মাসিক বেতন বিবরনী

* নিয়োগ পত্র

* অফিস প্রধানের প্রত্যয়ন পত্র

৭। মা, বাবা, ভাই, বোনের  আইডি কার্ড

৮। চাকুরী জীবি হলে :

* সার্ভিস বুকের সত্যায়িত কপি

* নিয়োগ পত্র

* অফিস প্রধানের প্রত্যয়ন পত্র

৮। চাকুরী জীবি হলে :

* সার্ভিস বুকের সত্যায়িত কপি

* নিয়োগ পত্র

* অফিস প্রধানের প্রত্যয়ন পত্র

৯। স্বামী/স্ত্রী, ছেলে, মেয়ের আইডি কার্ডের ফটোকপি

৯। পিতা, মাতার নামের পূর্বে মৃত শব্দটি সংযোজন করতে চাইলে পিতা/মাতার মৃত্যুর সনদের কপি ও ইউ পি  চেয়ারম্যান / পৌর মেয়র এর প্রত্যয়ন। পিতা মাতার নামের পূর্বে মৃত শব্দটি বিযোজন করতে চাইলে পিতা/ মাতার জাতীয় পরিচয়পত্র ও ইউপি চেয়ারম্যান/ পৌর মেয়র এর প্রত্যয়ন।

 

স্বামী/ স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে :

নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে :

আইডি  হারানো গেলে পুনরায় প্রাপ্তির ক্ষেত্রে

স্থানান্তরের ক্ষেত্রে

১। কাবিননামা

২। তালাকনামা

৩। স্বামী/ স্ত্রীর আইডি কার্ড

৪। স্বামী/ স্ত্রীর নামের পূর্বে মৃত শব্দটি সংযোজন করতে চাইলে স্বামী/ স্ত্রীর মৃত্যুর সনদের কপি ও ইউ পি চেয়ারম্যান/ পৌর মেয়র এর প্রত্যয়ন।

স্বামী/ স্ত্রীর নামের পূর্বে মৃত শব্দটি বিযোজন করতে চাইলে স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও ইউ পি চেয়ারম্যান/ পৌর মেয়র এর প্রত্যয়ন।

১।  মা / বাবা / স্বামী/ স্ত্রীর আইডি কার্ডের কপি।

২। নাগরিক সনদ পত্র

৩। পৌর কর/ চৌকিদারী রশিদ

৪। বিদ্যুত বিলের কপি

৫। পাসপোর্ট

৬। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলে অবশ্যই এস এস সি সনদ দ্খিল করতে হবে আর যদি পাশ না হয় তবে স্কুলের সনদ।

৭। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র

আইডি নাম্বার দিয়ে থানায় জি, ডি করে মুল কপি সহ নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।

 

আইডি নাম্বার জানা না থাকলে উপজেলা নির্বাচন অফিস হতে ভোটার নাম্বার সংগ্রহ করতে হবে।

১। চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের  সনদ

২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

৩। বিদ্যুত বিল/ পানির বিল/ গ্যাস বিল

৪। পৌরকর/ চৌকিদারী রশিদ নির্ধারিত ১৩ নং আবেদন ফরমে আবেদন করতে হবে।

৫। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র

ঠিকানা  সংশোধন এর  ক্ষেত্রে :

অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র দাখিল: উপজেলা নির্বাচন অফিস, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।

বি: দ্র: সকল কাগজপত্র ফটোকপি করে প্রথম শ্রেণীর কর্মর্কতা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে এবং মূল কপি সংঙ্গে আনতে হবে। প্রয়োজনে অন্য কোন কাগজপত্র চাওয়া হতে পারে। সকল কার্যক্রম সম্পন্ন হলে আইডি কার্ড যথা সময়ে বিতরণ করা হবে।

 

১। বাড়ির দলিল

২। চৌকিদারী ট্যাক্স এর রশিদ/ পৌর কর এর রশিদ

৩। বিদ্যুৎ/ গ্যাস/ পানি বিল

৪। ইউনিয়ন পরিসদের / পৌর মেয়রের প্রত্যয়ন পত্র

শিক্ষাগত যোগ্যতা সংশোধনের ক্ষেত্রে :

১। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার  সনদ

রক্তের গ্রুপ সংশোধনের ক্ষেত্রে :

১। ডাক্তার কর্তৃক প্রদত্ত সনদ

অন্যান্য যে কোন সংশোধনের ক্ষেত্রে :

১। উপযুক্ত সনদ/ দলিল

 

 

প্রচারেঃ

 

উপজেলা নির্বাচন অফিস

শিবালয়, মানিকগঞ্জ ।